Skip to content Skip to sidebar Skip to footer

জাতিসংঘে আর্ট অ্যাওয়ার্ড পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুফান চাকমা

জাতিসংঘের “ইন্টারন্যাশনাল আর্ট কনটেস্ট ফর মাইনরিটি আর্টিস্ট ওয়ার্কিং অন ইন্টারসেকশনালিটি থিমস” প্রতিযোগিতায় এবছর ৩৫ টি দেশের ৮০জন আর্টিস্ট অংশগ্রহণ করেন। এর থেকে চূড়ান্তভাবে পুরস্কার পান মাত্র ৪জন, যার মধ্যে বাংলাদেশের তুফান চাকমা অন্যতম।

তুফান চাকমা জাবি চারুকলা বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার উদালবাগান গ্রামে তার বড় হয়ে ওঠা। প্রতিযোগিতায় তুফান চাকমা বাংলাদেশের আদিবাসীদের সংস্কৃতি, জীবনযাত্রার সম্মিলনে এক বাস্তবতার চিত্র তুলে ধরেন নিজের আঁকা ছবি দিয়ে।

আন্তর্জাতিক রিকগনিশনের অর্জনে অভিব্যক্তি প্রকাশ করে জানান ২০১৪ সালে ঢাকায় প্রথম ঢাকায় আসেন নানা সংগ্রাম করে। গ্রামের সহজ-সরল অক্ষরজ্ঞানহীন এক পরিবারের সন্তান হয়ে এই পর্যন্ত আসাটা মোটেও মসৃণ সফর ছিল না। মা-বাবার অপ্রতিরোধ্য স্বপ্ন এবং নিজের ইচ্ছাশক্তি তাকে অনুপ্রেরণা জুগিয়েছে কাজের প্রতি নিবেদিতপ্রাণ হতে। সুইজারল্যান্ডে যাওয়াটা, তারপর সশরীরে এই পদক গ্রহণ এসবই তার কাছে ছিলো স্বপ্নের মত।

জাবির চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা তাবাসসুম জানান তারা তুফানের এই অর্জনে খুবই গৌরবান্বিত, এবং তুফান দেশের জন্য আরও অনেক ভালো ভালো কাজ করবে বলেই প্রত্যাশা রাখেন তিনি।

Show CommentsClose Comments

Leave a comment

17 − four =

Subscribe to Newsletter

Subscribe to our Newsletter for new blog
posts, tips & photos.