107Views 0Comments
দক্ষিণ এশিয়ার সেরা ১০০ এডটেক স্টার্টআপের মাঝে সাতটি বাংলাদেশের।
সাউথ এশিয়ার টপ ১০০ এডটেক লিস্টে বাংলাদেশ থেকে সায়েন্স বি,১০ মিনিট স্কুল,সহপাঠী, অপারস, কোডার্স ট্রাস্ট, এডুটেক এবং শিখো জায়গা করে নিয়েছে। South Asia EdTech 100 দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় এবং অগ্রগতিশীল শিক্ষামূলক প্ল্যাটফর্মগুলোকে তালিকাভুক্ত করে।
ক্যাটাগরি অনুযায়ী ১০ মিনিট স্কুল, অপার্স,শিখো,সহপাঠী – টিউটরিং এন্ড প্রিপারেশন,
সায়েন্স ও কোডার্স ট্রাস্ট – স্টিম ও এডুটেক-কে রাখা হয়েছে ম্যানেজম্যান্ট ক্যাটাগরিতে।
দক্ষিণ এশিয়ার দেশগুলো জনবহুল হওয়াতে EdTech এখানে বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছতে পারবে এবং লক্ষাধিক শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া ক্ষমতা রাখে।