Skip to content Skip to sidebar Skip to footer

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (সাস্ট) থেকে বিখ্যাত গাড়ি যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান Bosch এ ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করলেন ইমদাদুল হক মিলন। 

ইমদাদুল হক মিলন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (সাস্ট) এর গণিত বিভাগের ছাত্র ছিলেন। মিলন ২০১৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন। তিনি সেখান থেকেই ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন। গণিতে স্নাতক করার পাশাপাশি তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ নিজের সেকেন্ড মেজরও সম্পন্ন করেন।

এরপর মিলন ২০২০ সালে  পাড়ি জমান কার্ডিফে। কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ২০২১ সালে ডাটা সাইন্সে সম্পন্ন করেন মাস্টার্স। এরপর বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে তার। তিনি সর্বশেষ  ২০২২-২৩ সালে মেশিন লার্নিং সাইন্টিস্ট হিসেবে যুক্ত ছিলেন Agile Kinetic Limited এ। কর্মক্ষেত্রে এসব অভিজ্ঞতার কারণে তিনি নিজ ক্যারিয়ারে অনেকাংশে অগ্রসর হন।  

ইমদাদুল হক মিলন  সদ্য যোগ দিয়েছেন BOSCH এ।  BOSCH হচ্ছে বিশ্ববিখ্যাত গাড়ির যন্ত্রাংশ নির্মাতা জার্মান প্রতিষ্ঠান। Bosch হল মোবিলিটি সলিউশন, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, কনজিউমার গুডস এবং এনার্জি অ্যান্ড বিল্ডিং টেকনোলজির ক্ষেত্রে প্রযুক্তি পরিষেবার শীর্ষস্থানীয় একটি  সরবরাহকারী প্রতিষ্ঠান। এর বাইরেও Bosch-এর এন্ড-টু-এন্ড ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি সমাধানের জন্য জার্মানির বাইরে ভারতে সবচেয়ে বড় উন্নয়ন কেন্দ্র রয়েছে।


 মিলন শুধুমাত্র গণিত বিভাগে ভর্তি হয়েও পরবর্তীতে সিএসই বিভাগে সেকেন্ড মেজর করার  সিদ্ধান্ত নিয়েছিলো। যেটি নিঃসন্দেহে ছিলো তার একটি সুদুরপ্রসারী চিন্তা।

Show CommentsClose Comments

Leave a comment

twelve − twelve =

Subscribe to Newsletter

Subscribe to our Newsletter for new blog
posts, tips & photos.