1199Views 0Comments
আবির পাহান প্রায়শই ফেসবুকে তার দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়ের ভিডিও আপলোড করেন, তবে ইংরেজি ভাষায়, তার ইংরেজি আরও মসৃণ করার উদ্যেশ্যে।
সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যাতে তিনি এবং তার বোন ধান বাধার কাজ করছিল। সেখানে সে ইংরেজিতেই তাদের কাজের বিবরণ তুলে ধরে। সেই ভিডিও ইতোমধ্যে ১.২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির বর্ণনার ভিডিও, ঘাস কাটার পর ভিডিও বা ধান করার ভিডিও করেছেন। সব কয়টি ভিডিওতেই তিনি ইংরেজিতেই সব কথাবার্তা বলেন, এবং ধীরে ধীরে নিজের ইংলিশ আরও মসৃণ করে তুলছেন। প্রথম দিকের ভিডিও তে দেখা যায় ছোট ছোট বাক্য দিয়ে শুরু করেছিলেন, যা এখন প্রায় পুরোদস্তুর ভ্লগে রুপ নিয়েছে।