Skip to content Skip to sidebar Skip to footer

বাংলাদেশী সাকিব জামাল ফোর্বস থার্টি আন্ডার থার্টি লিস্টে। ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জামাল মূলত একজন বিনিয়োগকারী। ক্রসবিম ভেঞ্চারস-এর নয়টি বিনিয়োগের সাথে যুক্ত ছিলেন। ২০২০ সালের পর থেকে ক্রসবিমে তার কন্ট্রিবিউশনে ফার্মের এসেট প্রায় ২৮০ মিলিয়ন অতিক্রম করে দুই কোটির ফান্ড রাইসসহ! কর্মক্ষেত্রে দক্ষতা – নিষ্ঠার সাথে কাজ করে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে যান।

নিউ ইয়র্কের কর্ণেল ইউনিভার্সিটিতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে পড়াশোনা করেন জামাল। ইতোপূর্বে তিনি ক্রেইন্সের নিউ ইয়র্ক বিজনেস টুয়েন্টি আন্ডার টুয়েন্টি হিসেবেও সম্মানিত হয়েছিলেন!

খবর প্রকাশিত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব জামাল জানান, “আমি জানি না এই স্বীকৃতি কতটুকু মূল্যবহন করে তবে আমি অবশ্যই আশা করবো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং তরুণ ইমিগ্রেন্টরা বড় স্বপ্ন দেখতে সাহসী হবে। Dare mighty things as Teddy Roosevelt would say!”

Show CommentsClose Comments

Leave a comment

one + 20 =

Subscribe to Newsletter

Subscribe to our Newsletter for new blog
posts, tips & photos.