Skip to content Skip to sidebar Skip to footer


সম্প্রতি গুগলে চাকরি পাওয়া এস এম ফারহান শাহরিয়ার শুভর গল্প শুরু হয় ২০১৪ সালে আলমগীর মনসুর মিন্টো মেমোরিয়াল কলেজ থেকে। সেখানে থেকেই তার বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ জন্মায়। বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ছাড়াও বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড, ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট সহ বিভিন্ন কৃতিত্ব অর্জন করেন তিনি।

২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এখানে এসে কম্পিউটার, সফটওয়্যার, এবং প্রোগ্রামিংয়ের প্রতি ফারহানের আগ্রহ আরও বাড়তে থাকে। বিভিন্ন ধরনের প্রজেক্ট করা সহ ন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে প্রথম স্থান অধিকারীও হন।

বিশ্ববিদ্যালয় থেকে সিএসইতে গ্র্যাজুয়েশন শেষ করে দেশেই চাকরি করেন ইনোসিস সলিউশনে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। একবছরের অধিক সময় চাকরির পর গত সেপ্টেম্বরে সে চাকরি থেকে বের হন ফারহান। অতঃপর গত ২৮ তারিখ তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে যোগ দেন।

Show CommentsClose Comments

Leave a comment

nine − 4 =

Subscribe to Newsletter

Subscribe to our Newsletter for new blog
posts, tips & photos.