Skip to content Skip to sidebar Skip to footer

প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় QS Ranking এর সাউথ এশিয়া অঞ্চলে ১৯ তম অবস্থানে রয়েছে, আর এরই মাধ্যমে বাংলাদেশ অবস্থান পেল দক্ষিণ এশীয় সেরা ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়। পুরো এশিয়ার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪০ তম অবস্থান দখল করে।

বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অগ্রদূত বুয়েট ২৯ তম অবস্থান লাভ করে দক্ষিণ এশীয় তালিকায়। সেরা ৩০ এর তালিকায় বাংলাদেশ ২টি বিশ্ববিদ্যালয় থাকার গৌরব লাভ করে এর মাধ্যমে। তবে, এশিয়ার মধ্যে বুয়েট ১৮৭ তম।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শীর্ষে থাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি ৩২ তম স্থান দখল করে দক্ষিণ এশীয় তালিকায়, আর সম্পূর্ণ এশিয়ায় তা দাড়ায় ১৯১ তম অবস্থানে। ব্র্যাক ইউনিভার্সিটি যথাক্রমে দক্ষিণ এশীয় এবং এশীয় তালিকায় ৬৩ তম এবং ২৮১-১৯০ ব্র্যাকেটে অবস্থান লাভ করে।

সেরা দশে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই স্থান পায় নি, যেখানে লিস্টের সেরা আইআইটি বম্বে।

Show CommentsClose Comments

Leave a comment

1 + nine =

Subscribe to Newsletter

Subscribe to our Newsletter for new blog
posts, tips & photos.