Skip to content Skip to sidebar Skip to footer
iPhone15



আইফোন ১৫ প্রো তে প্রথম ইউএসবি ৩!

usb3

ইন্ডাস্ট্রির প্রথম ৩ ন্যানোমিটার চিপ নিয়ে আসছে অ্যাপল, একটি নতুন বায়োনিক চিপের মাধ্যমে, প্রো মডেলে। ডেডিকেটেড ইঞ্জিন রয়েছে এই চিপে, ৩গুন বেশি পারফরম্যান্স স্কোর, ম্যাশিন লার্নিং সহ। প্রোরেজ কোডেক, প্রো ডিসপ্লে ইঞ্জিন রয়েছে এই চিপে, যাতে ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত হয়। প্রথম ইউএসবি ৩ যুক্ত করা হয় এতে, সাথে ইউএসবি ২ এরও সুযোগ রয়েছে। নতুন জিপিউ এবার আরো ৬ গুন এফিশেন্ট। আর সবশেষে এক নতুন টেকনোলজি – রশ্মি বা রে ট্রেস করতে পারবে A17 Pro।

আইফোন ১৫ প্রো মডেলগুলোয় এবার থাকছে ফুল টাইটানিয়াম বডি, থাকছে না মিউট বাটন!

আইফোন ১৫ এর বিল্ড কোয়ালিটি আরও উন্নত করতে থাকছে ফুল টাইটানিয়াম বডি, বলা হয় সিরামিক শিল্ড এবং গ্রেড ৫ টাইটানিয়াম এই ফোনকে তৈরী করে সবচেয়ে শক্তিশালী বিল্ডার ফোন। এর ফলে ফোনের ওজনও অনেক কম হয় স্টেইনলেস স্টিলের তুলনায়। নতুন স্ট্রাকচারাল ফিচারে আইফোনের ব্যাক এখন খুব সহজে রিপ্লেস করা যায়। আর মিউট বাটন বাদ দিয়ে একটি একশন বাটন রাখা হয়, যার মাধ্যমে সাইলেন্ট করা, ন্যাভিগেট করা বা ক্যামেরাও লঞ্চ করা যায়।

আইফোন ১৫ প্রো তে নতুন A17 Pro বায়োনিক – প্রথম ৩ ন্যানোমিটার চিপ – প্রথম হার্ডওয়্যার রে ট্রেসিং!

ইন্ডাস্ট্রির প্রথম ৩ ন্যানোমিটার চিপ নিয়ে আসছে অ্যাপল, একটি নতুন বায়োনিক চিপের মাধ্যমে, প্রো মডেলে। ডেডিকেটেড ইঞ্জিন রয়েছে এই চিপে, ৩গুন বেশি পারফরম্যান্স স্কোর, ম্যাশিন লার্নিং সহ। প্রোরেজ কোডেক, প্রো ডিসপ্লে ইঞ্জিন রয়েছে এই চিপে, যাতে ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত হয়। প্রথম ইউএসবি ৩ o যুক্ত করা হয় এতে, সাথে ইউএসবি ২ এরও সুযোগ রয়েছে। নতুন জিপিউ এবার আরো ৬ গুন এফিশেন্ট। আর সবশেষে এক নতুন টেকনোলজি – রশ্মি বা রে ট্রেস করতে পারবে A17 Pro।

ফটোগ্রাফির জন্য নতুন টেকনিক ব্যবহার রয়েছে আইফোনে!

৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা এখন সবখানে থাকলেও ২ মাইক্রন কোয়াড পিক্সেল (যা আসলে ছবি তোলার সময় পাশাপাশি ৪টি পিক্সেলের সমন্বয়ে গঠন করার প্রক্রিয়া ইনস্টল করেছে অ্যাপল) এবং ৩৫ মিমি ফোকাল লেংথ স্মার্টফোন ক্যামেরায় এক যুগান্তকারী ফিচার। আর “প্রো” মডেলগুলোর জন্য 5x zoom সহ রয়েছে ইনোভেশন মুড, এবং প্রো raw মুডে এক্সটার্নাল মেমোরিতে শুট করা যাবে যা দেখা যায় প্রফেশনাল ক্যামেরাতে।

Show CommentsClose Comments

Leave a comment

fifteen − one =

Subscribe to Newsletter

Subscribe to our Newsletter for new blog
posts, tips & photos.