45Views 0Comments
অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপের সেরা পার্ফমার শিবলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এশিয়া কাপের প্লেয়ার অব দ্য ফাইনাল এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আশিকুর রহমান শিবলী। পাঁচ ম্যাচে দুটি ফিফটি এবং দুটি সেঞ্চুরির ইনিংস খেলেন তিনি।
আশিকুর রহমান শিবলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ও অত্যন্ত গর্বিত। পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক মাহফুজা মোবারক এর ভাষ্যমতে, “এই অর্জন আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমাদের বিভাগটি নতুন হওয়ায় যদিও আমরা শিক্ষার্থীদেরকে খেলাধুলার সরঞ্জামাদিসহ অন্যান্য সুবিধা পর্যাপ্তভাবে দিতে পারি না। তবুও ওরা খেলাধুলায় অনেক ভালো করছে। আমি শিবলীর এই অর্জনে অনেক আনন্দিত”
এশিয়া কাপের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮২ রান করে বাংলাদেশ। শিবলী খেলেন অনবদ্য ১২৯ রানের একটি ইনিংস। সদ্য সমাপ্ত এশিয়া কাপে পুরো আসরে ১২৬.০০ ব্যাটিং গড়ে শিবলী করেছেন ৩৭৮ রান। যা এককথায় অনবদ্য। তার বর্তমান লক্ষ্য হচ্ছে সামনে যুব বিশ্বকাপ। যুব বিশ্বকাপেও নিজের পারফরমেন্স ধরে রাখতে চান।
Writer: Q J Nayeen, Designer: Tanveer Nadim