Skip to content Skip to sidebar Skip to footer

কুয়েটের টিম কিলোফ্লাইট সফলভাবে ফর্মুলা এস.এ.ই জাপান ২০২৩ প্রতিযোগিতার মেকানিকাল ইন্সপেকশনে পাশ করেছেন যা বাংলাদেশের হয়ে যে কোনো ফরমুলা স্টুডেন্ট প্রতিযোগিতায় প্রথম।

ফর্মুলা ওয়ানের আদলে আমাদের ডিজাইনকৃত ও প্রস্তুতকৃত ফরমুলা স্টুডেন্ট কার ‘আলফা’ সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ারস কর্তৃক আন্তর্জাতিক মানের ডিজাইন ও মেকানিকাল স্ট্যান্ডার্ডে স্বীকৃত পেয়েছে। ‘পাইওনিয়ারিং ইনোভেশন’ এই স্লোগানে ২০১৯ সাল থেকেই টিম তাদের গবেষণা ও তথ্যানুসন্ধানের ভিত্তিতে ৩ বছরের অক্লান্ত পরিশ্রমে এই গাড়িটি নির্মাণে সফল হয় যা ঘণ্টায় ১৬২ কিলোমিটার অবদি ছুটতে সক্ষম। এছাড়াও এ গাড়িটির বডি ও এরোডাইনামিক্স গঠন প্রস্তুতে ব্যবহার করা হয় পাটের আঁশ দারা তৈরি কোম্পোজিট।

এস.এ.ই জাপান ২০০৩ থেকে ২১ বছর ধরে ফরমুলা স্টুডেন্ট কম্পিটিশন আয়োজন করে আসছে বৈশ্বিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ডিজাইনিং এবং ম্যানুফ্যাকচারিং স্কিলের পাশাপাশি প্রবলেম সলভিং দক্ষতা বৃদ্ধি ও বিশ্বের নামকরা অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের একই প্লাটফর্মে আনা এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

টিম কিলোফ্লাইট গত ২৬ আগস্ট জাপানের উদ্দেশ্য রওনা দেয় জাপানের অনসাইট ইভেন্টে অংশগ্রহণের জন্য যা ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ৬ দিনব্যাপি আয়োজিত হয়। সীমিত রিসোর্স ও সুযোগ সুবিধা নিয়েও জাপানের মাটিতে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আগত টিমগুলোর সাথে প্রতিযোগিতা করে শেষ দিন অবদি টিকে থেকে মেকানিকাল ইন্সপেকশন পাশ করাটা টিম এবং দেশের জন্য সত্যিই গর্বের।

Designer: Tanveer Nadim, Source: Team Kilo-flight

Show CommentsClose Comments

Leave a comment

twenty + thirteen =

Subscribe to Newsletter

Subscribe to our Newsletter for new blog
posts, tips & photos.