61Views 0Comments
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক আব্দুল আউয়াল। শখের বশে কিছুদিনের জন্য চাকরি করেন একটি দূরপাল্লার বাসের সুপারভাইজার হিসেবে। কিন্তু তার এই শখ পূরণের অভিজ্ঞতা তাকে সাহায্য করেছে বিসিএস এর ভাইভায়।
.
বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হবেন। বিসিএসের জন্য প্রস্তুতিও নিতে শুরু করেন একদম প্রথম বর্ষ থেকে। স্নাতক সম্পন্ন করে পুরোদমে লেগে যান নিজের স্বপ্ন পূরণে। সমস্ত টিউশনি ছেড়ে দেন। প্রিলি এবং লিখিত পরীক্ষাও উৎরে যান। কিন্তু ভাইভা আসতে সময় ছিলো আরো। এই সুযোগে নিজের শখ পূরণে চাকরি নেন বাসের সুপারভাইজার হিসেবে। আর এই অভিজ্ঞতাও কাজে এসেছে তার ভাইভা প্রিপারেশনে। আব্দুল আউয়াল বলেন, ‘কথা বলার প্রশিক্ষণটাই মূলত আমার বিসিএস ভাইভাতে খুব কাজে এসেছে।
.
.
যেহেতু অত্যাধুনিক বাসগুলোয় ডিউটি করতাম, যাত্রীদের বেশির ভাগই ছিলেন উচ্চবিত্ত। উচ্চ পদমর্যাদার মানুষের মনোভাব সম্পর্কে আমার একটা ধারণা হয়েছিল। এই চাকরির সুবাদে দেশের নানা প্রান্তে ঘোরা হয়েছে। এ অভিজ্ঞতাও কাজে এসেছে।’