247Views 0Comments
‘ এইচএসসিতে ৩.৬০ পেয়েছিলাম, এরপর আমার উপর দিয়ে যে ঝড় গিয়েছে তা ভাবলে কান্না পায় ‘
২০০৩ সালে এইচএসসিতে ৩.৬০ আউট অফ ফাইভ পাইছিলাম। এরপর আমার উপর দিয়ে কী গেছে এইটা কল্পনা করে আজও কান্না পায় মাঝে মাঝে।
বিশ বছর পর ২০২৩ সালে ওই অপমানকারী আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব প্রায়ই আসে এইটা ওইটা তদবির নিয়ে। হাসিমুখে করেও দেই। কুঠার ভুলে যায়, গাছ ভুলে না তাকে কোন জায়গায় আঘাত করা হইসিলো।
এই বিশ বছর পরেও প্রত্যেকটা অপমান সুস্পষ্ট মনে আছে। কে কে করেছিল তাদের চেহারাও।
আল্লাহ পাকের কাছে কেঁদে কেটে চেয়েছিলাম, হে আল্লাহ, আজকে যে আমাকে অপমান করেছে তাদেরকে তুমি একদিন আমার দুয়ারে পাঠিও।
আল্লাহ পাক নিয়মিতই পাঠান। আমিও তাদের কাজ করে দেই।
এই যে এরা আমার কাছে আসে, এইটাই সবচাইতে বড় প্রতিশোধ।
তবু, আমার ওই উনিশ বছরের বাচ্চা ছেলেটার জন্য খুব মায়া লাগে জানেন? ইশ, কী ইনোসেন্টই না ছিলো বেচারা!
Mashroof Hossain
MPA, Harvard Kennedy School
Former TA, Harvard University
Lecturer, North South University
Superintendent of Police (SP) at Bangladesh Police.