169Views 0Comments
গায়িকা টেইলর সুইফটের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, আর তারই প্রমাণ কিছুদিন আগের ইরাস ট্যুরের সাফল্য। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ও চালু করতে যাচ্ছে তার উপর নতুন কোর্স।
“টেইলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড” নামে হার্ভার্ডের নতুন কোর্সের বিষয়বস্তু থাকবে সুইফটের সংগীত, লিরিক্স এবং সংস্কৃতিতে তার গানের প্রভাব। একই সাথে থাকবে অন্যান্য সমসাময়িক শিল্পীদের কাজের সাথে তার কাজের পারস্পরিক সম্পর্ক এবং প্রভাব। এই কোর্সটি হার্ভার্ডে পড়াবেন অধ্যাপক স্টেফ্যানি বার্ট।
একই সময়ে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় শুরু করতে যাচ্ছে “মিউজিক্যাল স্টোরিটেলিং উইথ টেইলর সুইফট অ্যান্ড আদর আইকনিক ফিমেল আর্টিস্ট” নামের একটি কোর্স যেখানে সমস্ত সমমায়িক নারী শিল্পীর কাজের সাথে টেইলর সুইফটের কাজের প্রভাব নিয়ে আলোচনা করা হবে।
তরুণ প্রজন্মের জনপ্রিয় এই গায়িকা এর আগেও অনেক নামিদামি বিশ্ববিদ্যালয়ের কোর্সে অন্তর্ভুক্ত হয়েছে; উদাহরণস্বরূপ ইউনিভার্সিটি অভ টেক্সাস অ্যাট অস্টিন, বার্কলি কলেজ অভ মিউজিক, ইউনিভার্সিটি অভ ক্যালিফোর্নিয়াতে অনেকদিন যাবত তার উপর কোর্স চলছে। এই বছর কিছু মাস আগেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়েও তার নামে কোর্স শুরু হয়েছিল।