Skip to content Skip to sidebar Skip to footer
FB Channel

টেলিগ্রাম চ্যানেল তো ব্যাপক জনপ্রিয়। এরজন্যই কি জাকারবার্গ এই ফিচারও নিজের করে নিলেন?

ফেসবুকে এসেছে নতুন ফিচার ‘ব্রডকাস্ট চ্যানেল’। যেখানে শেয়ার করা যাবে কমিউনিটির সব ইনফরমেশন, নিউজ আর সব তথ্য।

মেটার তথ্যমতে, বর্তমানে নির্দিষ্টসংখ্যক ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের ওপর ‘ব্রডকাস্ট চ্যানেলস’ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। এ সুবিধা চালু হলে ফেসবুক পেজের মাধ্যমে শুধু অনুসরণকারীদের নিয়ে আলাদা চ্যানেল তৈরি করা যাবে। এর ফলে অনুসরণকারীদের জন্য আলাদা অডিও বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করা যাবে, যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা অন্য ব্যক্তিরা দেখতে পারবেন না। মেসেঞ্জারেও গ্রুপ চ্যাটের আদলে নির্দিষ্টসংখ্যক ব্যক্তিদের জন্য আলাদা পোস্ট করা যাবে।

ফেসবুক ও মেসেঞ্জারে ব্রডকাস্ট চ্যানেলস সুবিধা চালু হলে প্রথমে অনুসরণকারীদের নিজস্ব চ্যানেলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে হবে। এরপর অডিও বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করলেই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা সব অনুসরণকারী সেগুলো দেখতে পারবেন। ফলে নিয়মিত পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য বা পোস্ট দেখার সুযোগ পাবেন অনুসরণকারীরা।

নতুন আপডেটের সাথে সাথেই Short Stories ও শুরু করেছে ব্রডকাস্টিং চ্যানেল। আমরা আমাদের প্রিমিয়াম সব কন্টেন্ট, রিসোর্সেস, অসাধারণ মানুষদের প্রোফাইল, ইন্টারভিউতে জয়েনের সুযোগ – সব পাওয়া যাবে এই চ্যানেলে।

আমাদের সাথে আপনাদের যাত্রা শুভ হোক।

Link – https://m.me/j/AbYhdIoc_h5QqwU6/

Show CommentsClose Comments

Leave a comment

four × three =

Subscribe to Newsletter

Subscribe to our Newsletter for new blog
posts, tips & photos.