187Views 0Comments
এক রাজকীয় স্মৃতি দিয়ে সাকিব আল হাসানের ওয়ানডে বিশ্বকাপ সমাপ্তি ?
সাকিব আল হাসান, যার নামে বাংলাদেশের ক্রিকেট জ্বলে নক্ষত্রের মত, যার নামে বাংলাদেশের নাম উঠে বিশ্বতালিকার সেরা অল রাউন্ডারদের তালিকায়, খেলে ফেললেন তার ওয়ানডে বিশ্বকাপ সমাপ্তি ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে এক অভূতপূর্ব ৮২ রানের ইনিংস এবং ২টি উইকেট নেওয়ার মাধ্যমে এখানেই পদচারণার ইতি টানেন ২০০৭ সালে ডেবিউ করা এই তারকা।
২০০৭ সালের ১৭ই মার্চ প্রথম সাকিব আল হাসান বিশ্বকাপ ওয়ানডে খেলেন, আর সে ম্যাচে এক অবিস্মরণীয় ৫৩ রানের ইনিংস খেলেন পার্শ্ববর্তী দেশ ভারতের বিপক্ষে। সেই ম্যাচ দিয়েই শুরু করে গতকাল শেষ করেন বাংলাদেশ ক্রিকেটের এক অসাধারণ অধ্যায়, যে অধ্যায়ে বাংলাদেশকে বিশ্ববাসী চেনে সাকিব আল হাসানের রেকর্ডের মাধ্যমে। ৩৬ ইনিংসের বিশ্বকাপ ওয়ানডেতে সাকিব আল হাসানের মোট রান ১৩৩২ এবং উইকেট সংখ্যা ৪৩। ব্যাটিংয়ের হায়েস্ট স্কোর করেছেন ১২৪, আর বোলিংয়ে বেস্ট রেকর্ড ২৯ রানে ৫ উইকেট।
এক অসাধারণ অধ্যায়ের ইতিতে অসাধারণত্ব এনে রাজার বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেটের অন্তিম রেখা টানা হয়ে গেল গতকাল, বিশ্বের চমৎকারিত্ব যেন এখানেই। এতসব রূপকথার শেষেও এখনও কোনো অফিসিয়াল বার্তা আসেনি সাকিব আল হাসানের ওয়ানডে বিশ্বকাপের ইতি নিয়ে। তবে কি কোনো সম্ভাবনা রয়েছে তার ২০২৭ বিশ্বকাপ খেলার?