29Views 0Comments
‘দ্যা ডায়ানা আওয়ার্ড’ এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লিগ্যাসি অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশি দুই তরুণ শামীম আহমেদ মৃধা এবং নাফিরা নাঈম আহমেদ।
গত ১৪ মার্চ, দ্যা প্রিন্স অফ ওয়েলস অ্যান্ড প্রিন্স হ্যারি, দ্যা ডিউক অফ সাসেক্স বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০ জন তরুণ লিডারকে এই পুরস্কারে ভূষিত করেন যাদের মধ্যে বাংলাদেশের নাফিরা ও শামীম অন্যতম। প্রিন্সেস ডায়ানার স্মরণে প্রতি ২ বছর অন্তর অন্তর সামাজিক এবং মানবিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ লিডারদের এই পুরস্কার দেওয়া হয়।
এর মধ্যে নাফিরা নাঈম আহমেদ এই পুরস্কার পান ‘অ্যামপ্লিটিউড’ নামে অলাভজনক, যুব নেতৃত্বমূলক এক অর্গানাইজেশন প্রতিষ্ঠার জন্য যা বৈষম্য দূরীকরণের টেকসই সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ৩০ জনের বেশি সমাজসেবক নিয়ে সামাজিক ন্যায় এবং সমতা প্রতিষ্ঠার জন্য খুব অল্প সময়ের মধ্যেই অ্যামপ্লিটিউডের কার্যকারিতা প্রকাশ পায়।
অন্যদিকে শামীম আহমেদ মৃধা ‘ইকো-নেটওয়ার্ক গ্লোবাল’ এর প্রতিষ্ঠাতা যা মূলত জলবায়ু নিয়ে সচেতনতা প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত এক ইয়ুথ অর্গানাইজেশন। শামীমের অন্যতম উদ্যোগ ‘ক্লাইমেট স্কুল’ ইতোমধ্যেই ৫০,০০০ জনেরও বেশি তরুণের মধ্যে জলবায়ু নিয়ে সচেতনতা প্রতিষ্ঠার জন্য অনলাইন ও অফলাইনে ওয়ার্কশপ এবং ট্রেনিং এর ব্যবস্থা করেছে।
Short Stories Community | Rafi | Musfiq