78Views 0Comments
সিলভার লাইন ইভেন্টস নামের একটি কোম্পানি কিছুদিন আগে চার্লি পুথের বাংলাদেশে আসার খবর প্রকাশ করে। যাতে বাংলাদেশী সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠে। দুদিন যেতে না যেতেই কনসার্টের টিকেট পর্যন্ত বিক্রি শুরু হয়ে গেছে আজ সকালে।
এমন একজন ইন্টারন্যাশনাল আর্টিস্টের কনসার্ট কিনা ২০০০ টাকায়, অবিশ্বাস্য। গতকাল দাম প্রকাশের পরে থেকেই শুরু হয় এই নিয়ে কথাবার্তা। শুরু হয় অবিশ্বাস আর অপেক্ষা।
শেষ আপডেট অনুযায়ী, আকিব হাসিব নামে ডেইলি স্টারের এক সাংবাদিক চার্লি পুথের ম্যানেজার কমিটিতে ইমেইল করে সত্যতা জানার জন্য। ইমেইলের রিপ্লাইয়ে বলা হয়, বাংলাদেশে এ ধরনের কোন সময়সূচি নেই চার্লির কনসার্টের।
আসল সত্যি কোনটা, তা হয়তো সময়ই বলে দেবে!