89Views 0Comments
বিবিএ নিয়ে অনেক মিথের প্রচলন আছে চারদিকে। প্রাইভেট জব ছাড়া বিবিএ গ্র্যাজুয়েটরা আর কিছুতে যাওয়ার সুযোগ পায় না, বিবিএতে পড়া নেই, যারা অন্য কিছুতে সুযোগ পায় না তারাই শুধু বিবিএ পড়ে। ইত্যাদি আরও নানান কিছু।
কিন্তু রাফসান রয়ালের মতে এর কোনোটাই আসলে সত্যি নয়। তিনি নিজেই এর জলজ্যান্ত প্রমাণ।
দেশের সেরা প্রাইভেট ইউনিভার্সিটি নর্থসাউথ থেকে আন্তর্জাতিক ব্যবসা বিষয়ে ব্যাচেলরস শেষ করে রাফসান পাড়ি জমান আমেরিকায়। সেখান থেকে মাস্টার্স শেষ করে শুরু করেন চাকুরি জীবন। এয়ার বি এন্ড বি, এ টি অ্যান্ড টি এর মতো কোম্পানি তে চাকুরি শেষে বর্তমানে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আছেন গুগলে।
জীবন নিয়ে সদা হাস্য এই মানুষটি বিশ্বাস করেন চেষ্টা ও ইচ্ছার মিশেল থাকলে পছন্দের যেকোন বিষয় নিয়েই জীবনে ভালো কিছু করা সম্ভব। সেটা হোক বিবিএ, কিংবা ইঞ্জিনিয়ারিং বা অন্য কোন বিষয়। সব কিছুরই নিজ নিজ সেক্টরে অজস্র সুযোগ রয়েছে।
রাফসান বলেন পাবলিক-প্রাইভেট ভার্সিটি আসলে তফাত তৈরির মতো কোন কিছু নয়। যেকোন প্রতিষ্ঠান থেকেই জীবনে ভালো করা সম্ভব যদি চেষ্টা জারি থাকে।
রাফসান রয়ালের বর্তমান ঠিকানা ক্যালিফোর্নিয়াতে। সুযোগ পেলেই ফিরে আসেন দেশে। দেশের তরুণদের ক্যারিয়ার নিয়ে সাহায্য করতে তিনি সদা উৎসুক। কেউ তার কাছে এ বিষয়ে সাহায্যের জন্য এলে কখনও ফিরিয়ে দেননি। নিজ নিজ পছন্দের বিষয়ে পড়ে দেশ ও বিশ্বের জন্য তরুণ প্রজন্ম ভালো কিছু করবে এটাই তার প্রত্যাশা।